ঠাকুরগাঁওয়ে সীমান্তে ঘাস কাটতে বাধা দেওয়ায় এক বাংলাদেশি কৃষক বিএসএফ জওয়ানের দুটি আঙুল কেটে ফেলেছেন।
সীমান্তে ঘাস কাটতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি নাগরিককে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে ধারালো অ*স্ত্র দিয়ে এক বিএসএফ জওয়ানের দুটি আঙুল কেটে ফেলেন ওই বাংলাদেশি।
বুধবার (১৪ মে) বিকেলে জেলার রানীশংকৈল উপজেলার ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু বাংলাদেশি নিত্যপ্রয়োজনে ঘাস সংগ্রহ করতে স্থানীয় সীমান্তে গিয়েছিলেন। সেই সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে এক ব্যক্তি ধারালো কাস্তে দিয়ে এক বিএসএফ জওয়ানকে আঘাত করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই আঘাতে বিএসএফ জওয়ানের হাতের দুটি আঙুল তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অন্য বাংলাদেশি সঙ্গীরা।
তাদের মধ্যে তিনজন দ্রুত নিজেদের সীমানায় ফিরে আসতে সক্ষম হলেও অভিযুক্ত ব্যক্তিকে বিএসএফ সদস্যরা ধরে ফেলেন। এ মুহূর্তে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা আমাদের নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করেছি এবং আশা করছি খুব শিগগিরই পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।