সাম্য হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। বুধবার (১৪ মে) তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন।
শিশির লিখেছেন, “সাম্য হত্যার ঘটনার দায়ে যদি ঢাবি ভাইস চ্যান্সেলর পদত্যাগ করতে হয়, তাহলে গত আট মাসে বিএনপির দলীয় কোন্দলে ৮০ নেতাকর্মী খুনের দায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পদত্যাগ করবেন কী?”
তিনি বলেন, “নীতিটি নিজেদের ক্ষেত্রেও মানা হোক, কী বলেন? মেধাবী সংগঠন ছাত্রদল কী বোঝাতে চাইছে? ভাইস চ্যান্সেলর কি সাম্যকে খুন করেছেন, নাকি তিনি কাউকে দিয়ে খুন করিয়েছেন—এমন কোন তথ্য কি প্রকাশিত হয়েছে?”
শিশির আরও উল্লেখ করেন, “লাশ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন। জুলাই যোদ্ধা সাম্য হত্যার বিচার চাই।”
উল্লেখ্য, সম্প্রতি ঢাবি ছাত্রনেতা সামিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্ররাজনীতির অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন।