ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া—ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের অকাল মৃত্যুর খবরে ভারাক্রান্ত চারপাশ।
চোখে পানি, মুখে বিস্ময়—মেডিকেল চত্বরে ভিড় করছেন সাম্যের সহপাঠী, সিনিয়র-জুনিয়র, শিক্ষক এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কারও কাছেই যেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তার হঠাৎ বিদায়।
সাম্য ছিলেন স্যার এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
একই ঘটনায় আহত তার সহপাঠী বায়েজিদ জানান ,”রাত প্রায় বারোটা বাজে, আমরা তিনজন বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দিরের পাশের গেট সংলগ্ন ক্যান্টিন থেকে বের হচ্ছিলাম। তখনই হঠাৎ করে ৮-১০ জনের একটি দল আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাম্য ছুরিকাঘাতে গুরুতর রক্তক্ষরণে ভেঙে পড়ে। আমরা দ্রুত মেডিকেলে নিয়ে আসি, কিন্তু শেষ রক্ষা হয়নি।”
তিনি আরও জানান, “ওই দলে একজনকে ধরা গিয়েছিল। কিন্তু পরে শুনেছি, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বলেন, “ছুরিকাঘাতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং তাকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু এর আগেই তিনি মারা যান। আমরা বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।”