সময় থাকতে রাজাকারদের বাংলা ছাড়ার হুংকার দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ওই পোস্টে বাকের বলেন, “তোমরা রাজাকাররা, সময় থাকতেই বাংলা ত্যাগ করো! লক্ষ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা এই দেশ কারো বাবার নয়!! গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ-দাদার?’
এই পোস্টের পরপরই বাকের আরেকটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি বলেন, ‘হাসিনাকে সরায়ে গোলাম আযমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেই নাই।’
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী ছিলেন আবু বাকের মজুমদার। আন্দোলনের সময় তাকে ডিবি তুলে নিয়ে যায়।