এক ডাকাতকে সরিয়ে অন্য ডাকাতকে দায়িত্ব দেয়া হয়েছে: প্রেস সচিব

গত ১৫ বছরে শেয়ার বাজারে যে অব্যবস্থাপনা এবং চরম দুর্নীতি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকার কার্যকর সংস্কার চায়, বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেয়ার বাজার যাতে ডাকাতদের আড্ডায় পরিণত না হয় সেদিকে সরকার এখন সজাগ। এজন্য সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষার জন্য বিদেশী বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। তিনি বলেন, “গত ১৫ বছরে শেয়ার বাজারে ভয়াবহ ডাকাতি হয়েছে, যার কোনও বিচার হয়নি। একজন ডাকাতকে সরিয়ে অন্যজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউকে জবাবদিহি করা হয়নি। এতে অনেক মানুষ নিঃস্ব হয়েছে।”

প্রধান উপদেষ্টা শেয়ার বাজার সংস্কারের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, “ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত ১৫ বছর। চিফ এডভাইজার কাল বলেছেন যেন ‘মিনিংফুল রিফর্ম’ হয়। এমন কিছু নয় যেন একজন ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে আনা হলো, যিনি শুরুতে কিছু ভালো কাজ দেখিয়ে বাজারে স্বস্তি ফেরালেন, কিন্তু কয়েক মাস পরেই আবার সেই দুর্নীতির চক্রে বাজার ধসে পড়ল।”

তিনি আরও বলেন, “এখন সরকার ব্যবস্থা নিচ্ছে যাতে শেয়ার বাজার ডাকাতদের আড্ডায় পরিণত না হয়।বাস্তব সংস্কার এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে ক্লিনআপের উদ্যোগ নেওয়া হয়েছে।”

Scroll to Top