সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে গ্রেপ্তার করা হয়েছে— এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে এবং কিছু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে গভীর অনুসন্ধানে দেখা গেছে, এই তথ্যের কোনো ভিত্তি নেই।
সোমবার (১২ মে) রিউমর স্ক্যানার টিম তাদের তদন্তে নিশ্চিত করে যে, সেনাপ্রধান আসিম মুনিরের গ্রেপ্তারের খবরটি সম্পূর্ণ গুজব এবং নির্ভরযোগ্য কোনো উৎস এই দাবির পক্ষে প্রমাণ দেয়নি। ৯ মে থেকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে এই দাবি ঘুরে বেড়ালেও, একই সময় আসিম মুনির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপ করেছেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর ওয়েবসাইট পর্যালোচনা করেও জানা গেছে, আসিম মুনির এখনও আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী প্রধানের দায়িত্বে বহাল রয়েছেন।
গুজবের সূত্র অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের কিছু সংবাদমাধ্যম ভারতের টিভি চ্যানেল ‘এবিপি আনন্দ’-এর একটি ফেসবুক পোস্টের ভিত্তিতে খবরটি প্রকাশ করে। উক্ত পোস্টটি প্রথম দেওয়া হয় ৮ মে রাত ১২টা ২২ মিনিটে, যেখানে সেনাপ্রধানের গ্রেপ্তারের দাবি করা হয়। তবে পরবর্তী সময়ে, প্রায় ১২ ঘণ্টা পর সেই পোস্টটি সম্পাদনা করে এর মূল বক্তব্য পরিবর্তন করে লেখা হয়— “পাকিস্তানের ১৬টি শহরে হামলা ভারতের”। অর্থাৎ, মূল দাবিটি সরিয়ে ফেলা হয়।
‘এবিপি আনন্দ’ ছাড়াও আরও কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম এই গুজব প্রচার করলেও, আন্তর্জাতিক বা পাকিস্তানের কোনো প্রধান সংবাদমাধ্যম তা নিশ্চিত করেনি।
উল্লেখযোগ্যভাবে, ৯ মে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কো রুবিও ওই দিন আসিম মুনিরের সঙ্গে কথা বলেন এবং সীমান্ত উত্তেজনা হ্রাস ও শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতার প্রস্তাব দেন।
তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং সরকারি উৎস যাচাই করে রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে যে, আসিম মুনিরের গ্রেপ্তারের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছুই নয়।