পূর্ব ঘোষণা ছাড়াই কঠোর গোপনীয়তার সঙ্গে মধ্যরাতে বিলুপ্ত হলো এনবিআর

দেশে আর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নামে কোনো সংস্থা কার্যকর নেই। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই, মধ্যরাতে চরম গোপনীয়তার সঙ্গে সংস্থাটি বিলুপ্ত করা হয়েছে। এনবিআরের স্থানে এখন সৃষ্টি হয়েছে দুটি পৃথক বিভাগ—একটি ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং অন্যটি ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’।

বিষয়টি ঘিরে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ থাকলেও, তাদের মতামত বিবেচনায় না নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার বহুল আলোচিত ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে।

সোমবার গভীর রাতে জারি করা এই অধ্যাদেশে মূলত রাজস্ব নীতি বিভাগের কার্যকারিতায় কিছুটা সংশোধন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক কাঠামোতে প্রশাসন ক্যাডারের সঙ্গে সঙ্গে আয়কর ও কাস্টমস ক্যাডারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর সংক্রান্ত আইন বাস্তবায়ন এবং আদায় কার্যক্রম পর্যবেক্ষণ করবে রাজস্ব নীতি বিভাগ। অন্যদিকে, কর আদায়ের মূল দায়িত্ব থাকবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের ওপর।

Scroll to Top