রোববার (১১ মে) রাত ১১টা ১৭ মিনিটে ‘আমার দেশ’ নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন। তার ভাষ্য ছিল, “ইউনূস আমার বন্ধু এবং তিনি অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বসম্পন্ন লোক।” ট্রাম্প আরও বলেন, “বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তিনি খুবই ভালো করছেন।”
এটি এরপর শেয়ার করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে। তবে কিছুক্ষণ পর তিনি সেটি মুছে ফেলেন।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের ফেসবুক পেজে জানায়, “ড. ইউনূসের প্রশংসা করলেন ট্রাম্প” শিরোনামে ভাইরাল ভিডিওটি ভুয়া এবং এডিট করা। আসলে ট্রাম্পের ভিন্ন বক্তব্যের ভিডিওটি কৃত্রিমভাবে (AI) সম্পাদিত হয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে। আরও একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান, ফ্যাক্ট ডিটেক্টর জানায়, “এ ধরনের কোনো বক্তব্য ট্রাম্প ড. ইউনূস সম্পর্কে বলেননি।”
তারা আরও জানায়, ভিডিওটি ৩০ এপ্রিল ২০২৫ তারিখের একটি বক্তব্যের অংশ, যেখানে ট্রাম্প তার মন্ত্রিসভা এবং প্রথম ১০০ দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। ড. ইউনূসের কাজের প্রশংসা করার সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, আইন উপদেষ্টা আসিফ নজরুলের শেয়ার করা ভিডিওটি ভুয়া এবং ভিত্তিহীন।