নির্বাচন দ্রুত না দিলে পরিণতি পতিত সরকারের মতোই হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং জাতীয় নির্বাচনের ব্যবস্থা নিতে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।অন্যথায় অতীতের পতিত সরকারের মতোই এই সরকারের পরিণতি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আয়ুব খান গণতন্ত্র গ্রহণ না করায় তাকে পালিয়ে যেতে হয়েছিল। শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন প্রতিষ্ঠা করায় ভয়াবহ পরিণতির শিকার হন। শেখ হাসিনাকেও গণতন্ত্র চুরি করে ১৫ বছর ফ্যাসিবাদ কায়েম করায় পালিয়ে যেতে হয়েছিল।

তাই গণতন্ত্র গ্রহণ করুন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। এমন ব্যবস্থা করুন যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। তাহলে দেখবেন, সব সমস্যা রাতারাতি সমাধান হয়ে যাবে।

বিএনপি ভাইস চেয়ারম্যান আরও বলেন, ১৯৬৯ সালে ছাত্রসমাজ ও জনতা আয়ুব খানের স্বৈরশাসন হটিয়েছিল। স্বাধীন বাংলাদেশে এরশাদের স্বৈরতন্ত্রকেও ছাত্র ও জনগণ গণতন্ত্রের জন্য হটিয়েছিল। এই দেশের ছাত্র ও জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও গণতন্ত্রের জন্য বিদায় করেছে। বর্তমান সরকার যদি এটা না বোঝে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক।

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত মানুষের ঢল নেমেছিল।

এই জনতার ঢল ছিল গণতন্ত্রের মা, গণতন্ত্র এবং স্বাধীনতাকে স্বাগত জানানোর জন্য। যদি বর্তমান সরকার এটা বোঝে, তাহলে দেশের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে।

দুদু বলেন, গত ১৫ বছরে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের প্রায় ৫,০০০ নেতা-কর্মীকে গুম, হত্যা ও নিখোঁজ করা হয়েছে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। যদি বর্তমান সরকার এটা না বোঝে, তাহলে বলা যায় না যে তারা আন্দোলন, গণঅভ্যুত্থান, গণতন্ত্র ও স্বাধীনতাকে সম্মান করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Scroll to Top