নতুন ছাত্রভিত্তিক রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (ইউপি বাংলাদেশ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে।
আগামী শুক্রবার (৯ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইউপি বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এ প্রসঙ্গে ইউপি বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ কালবেলাকে বলেন, “আমাদের দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে। যেখানে জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের পরিবার উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এই কমিটি ঘোষণা করা হবে। পাশাপাশি, জুলাই আন্দোলনের বিভিন্ন অংশগ্রহণকারী এবং ইউপি বাংলাদেশের ঢাকা মহানগর এলাকার বিভিন্ন পর্যায়ের সংগঠকরাও উপস্থিত থাকবেন।”
এর আগে, গত মার্চ মাসে সম্প্রতি বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এক ফেসবুক পোস্টে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন। পরে, ১০ এপ্রিল, আরেকটি পোস্টে নতুন প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেন: ‘যুক্ত জনগণ বাংলাদেশ (ইউপি বাংলাদেশ)’। তিনি নিজেকে এর মূল উদ্যোক্তা হিসেবে ঘোষণা করে লেখেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকারে গঠিতব্য নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপি বাংলাদেশ)’। আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কিছু নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি, যেগুলোর ভিত্তিতে এই প্ল্যাটফর্ম বাংলাদেশের ছাত্র সমাজ ও জনগণের সহায়তায় সামনে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও লেখেন, “এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য হবে—পিলখানা, শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে জনমত গঠন ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা।”
প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো হলো— বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, সমাজের প্রতিটি স্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা,সামাজিক ন্যায়বিচার ও মানব মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে সম্মান করে একটি নতুন সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন।
জুনায়েদ আরও উল্লেখ করেন, “আমরা দীর্ঘমেয়াদে পেশিশক্তি, দুর্নীতি ও রাজনীতির দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক বলয়কে উৎখাত করতে চাই। এই প্ল্যাটফর্ম ৪টি ‘রাহুগ্রাস’ থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যাবে—ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মীয় বিদ্বেষ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়ে জুলাই গণঅভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্ম পথচলা শুরু করবে।”
তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মের প্রস্তাবে থাকবে—অর্থনৈতিক বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার, যেখানে জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে।