‘নাহিদ ইসলাম আল্লাহর দেওয়া উপহার, তরুণ প্রজন্মের মহানায়ক’ : আলাউদ্দিন

শুক্রবার (২ মে) বিকেলে জাতীয় নাগরিক দল (এনসিপি) আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে একটি সমাবেশ করে। সেই রাতেই দলের নেতা আলাউদ্দিন মুহাম্মদ তার ফেসবুকে পোস্ট করা একটি স্ট্যাটাসে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশংসা করেন।

তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নাহিদ ইসলাম আল্লাহর দেওয়া উপহার। আমি আবারো বলতে চাই, আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক।’ গতকাল সমাবেশে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে আলাউদ্দিন মুহাম্মদ বলেন, ‘সমাবেশে সবচেয়ে ছোট্ট বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, এক বক্তব্যে সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আখতার হোসেন আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।’

‘অসাধারণ বক্তব্যের পর নাহিদ ইসলাম স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন’ বলে জানান আলাউদ্দিন মুহাম্মদ। তিনি লেখেন, ‘আপনার জন্য প্রযোজ্য: তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও, আমি বাংলাদেশকে আমূল বদলে দেব।’

তাছাড়া, তিনি একটি ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া।’

Scroll to Top