রাজনৈতিক নিষ্ক্রিয়তার ছায়া কাটিয়ে ফরিদপুর সদর উপজেলায় আবারও রাজপথে ফিরেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম জেলা সদর এলাকায় শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে যুবলীগ একটি মিছিল করেছে। তবে কোটওয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
মিছিলটি মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা মিছিলের একটি ২৮ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।
ভিডিওতে দেখা যায়, দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার শোভিত মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ এলাকায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে। স্লোগানগুলো ছিল—‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
ভিডিওতে আরও দেখা যায়, মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের নেতা দেবাশীষ নয়ন এবং বোয়ালমারী উপজেলা যুবলীগের নেতা মিয়া গালিবুর রহমান। তাদের সঙ্গে ছিলেন ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে দেবাশীষ নয়ন বলেন, এই মিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বার্তা—আওয়ামী লীগ আবারও মাঠে ফিরছে। এ আয়োজনের মাধ্যমে দলের শক্তি ও ঐক্য প্রদর্শন করা হয়েছে।
ফরিদপুর কোটওয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদ উজ্জামান বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি ফরিদপুর শহর বা জেলার কোথাও মিছিল হয়েছে—এমন কোনো তথ্য জানি না।