আশুলিয়ায় গোপন পরিকল্পনা ভেস্তে গেল, ইউনূস সরকারকে অবৈধ বলায় মামলা ঠুকে দিল পুলিশ

ঢাকার আশুলিয়ার সাভার সার্কেলের নবীনগর-চন্দ্রা মহাসড়কে পলাতক শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির।

আটক ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহিম (১৮), পিতা মো. ইয়াসিন আলী, গ্রাম চিলগাছা, কাজীপুর থানা, সিরাজগঞ্জ; মো. নাজমুল খান (১৮), পিতা মো. সেলিম খান, গ্রাম এনায়েতপুর, এনায়েতপুর থানা, সিরাজগঞ্জ; মো. ইব্রাহিম (১৮), পিতা মো. আলী হোসেন, গ্রাম ভাদাইল পূর্বপাড়া, আশুলিয়া থানা, ঢাকা; মো. আবদুল্লাহ নায়ান (১৮), পিতা মানিক হোসেন; মো. ইসমাইল হোসেন রনি (১৮), পিতা মো. শফিকুল ইসলাম, গ্রাম পুলোর, গৌরীপুর থানা, ময়মনসিংহ; এবং মো. তুষার মিয়া (১৮), পিতা সোহরাব মিয়া, গ্রাম ধর্মপুর, সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা।

পুলিশ জানায়, তারা সকলেই আশুলিয়ার ভাদাইল, পাবনারটেক ও আশেপাশের এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। তারা সকলে আওয়ামী লীগপন্থী রাজনীতির সঙ্গে জড়িত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। পুলিশ আরও জানায়, তারা মুখে মাস্ক পরে পলাতক শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। তারা সরকারের পদত্যাগ দাবি করে সরকারকে অবৈধ বলেও উল্লেখ করেন।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে আশুলিয়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Scroll to Top