‘ইউনূস রেড লাইন ক্রস করেছেন’ লেখা পোস্ট শেয়ার করলেন সারজিস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন এমন বাক্য সম্বলিত এক ব্যক্তির ফেসবুক পোস্ট কপি করে তার নিজের পেইজে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে ওই পোস্ট কপি করে শেয়ার করেন সারজিস আলম। পোস্টের নিচের দিকে সাদিকুর রহমান খানকে ক্রেডিট দেন তিনি।

স্ট্যাটাসে বলা হয়েছে, ‘ডঃ ইউনূস গতকাল একটি লাল রেখা অতিক্রম করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা তারা সিদ্ধান্ত নেবে। তবে, ডঃ ইউনূসের এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। কারণ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, সিদ্ধান্ত এদেশের জনগণই নেবে। ৫ আগস্ট, জনগণ আওয়ামী লীগ সম্পর্কে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তারপরেও, যদি আরও প্রয়োজন হয়, তাহলে গণভোট হোক। জনগণ গণভোটে বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কিনা। কিন্তু আওয়ামী লীগকে কোনওভাবেই এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া যাবে না।

ডঃ ইউনূসের মনে রাখা উচিত যে তাকে আমেরিকান বা ইউরোপীয় দূতাবাস ক্ষমতায় বসায়নি, বরং এই দেশের জনগণই তাকে ক্ষমতায় বসিয়েছে। তাকে এই দেশের মানুষের কথা মতোই দেশ চালাতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা মতো না।

আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। এটি একটি সন্ত্রাসী সংগঠন। যে কেউ আওয়ামী লীগকে ফিরে আসতে সাহায্য করতে চায় তাকে জুলাইয়ের বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত করা হবে।

ইউনূস নিজে আওয়ামী লীগের পক্ষে কথা বললে, আমরা ইউনূসের বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ডও সময় নেব না।’

সারজিস আলমের শেয়ার করা এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

Scroll to Top