এবার নাহিদকে আগামীর প্রধানমন্ত্রী ঘোষণা করলেন হাসনাত

জাতীয়তাবাদী নাগরিক দল (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা এবং জাতীয়তাবাদী নাগরিক দল (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘ভবিষ্যতের প্রধানমন্ত্রী’ বলে অভিহিত করেছেন।

হাসনাত সোমবার তার যাচাইকৃত ফেসবুক পেজে একটি পোস্টে এই মন্তব্য করেছেন। তিনি পোস্টে নাহিদ ইসলামের সাথে বসে থাকা নিজের একটি ছবি সংযুক্ত করেছেন। হাসনাত মূলত নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই পোস্টটি করেছেন।

হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

ওই পোস্টের কমেন্টে মো. বাবু নামের একজন লেখেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো, যে এক হাতে দেশের উন্নতি আর আরেক হাতে কেক কাটবেন!’

রহমাতুল্লাহ লেখেন, ‘নাহিদ ভাইয়ের হাতে পড়লে বাংলাদেশ নিরাপদে থাকবে।’

জাহেদুল হক মানিক লেখেন, ‘জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন।’

এম নুর হাসান লেখেন, শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক’।

আয়েশা শর্মিলা লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। জুলাই বিপ্লবে তুমি যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলে, ভবিষ্যতেও যদি তুমি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেশকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হও, তাহলে আমরাও তোমাকে সমর্থন করব। তবে, বিভিন্ন সময়ে, সরজিস আলম, আসিফ মাহমুদ এবং আরও অনেকের নামে অর্থ পাচার এবং সুপারিশ-সংক্রান্ত বিষয়গুলি ধোঁয়াশা তৈরি করেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে খুবই হতাশ।’

২৫ ফেব্রুয়ারির আগে, প্রধান উপদেষ্টা শফিকুল আলমের প্রেস সচিব মন্তব্য করেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।

প্রেস সচিব ফেসবুকে লিখেছেন, দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম। তার বয়স মাত্র ২৬ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন। তিনি দেশের রাজনীতিতে আরো কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন।

তিনি আরও লিখেছেন, ‘আর আল্লাহ জানে, একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’

Scroll to Top