নড়াইলে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম সভা কেন্দ্রীয় নেতাদের ছাড়াই খুবই ছোট পরিসরে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এই সভাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক ও প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির বলেন, আন্দোলনের পরে দেখলাম এক ফ্যাসিষ্ট সরকারকে তাড়ানোর পর আরেক ফ্যাসিষ্ট সরকার মাথা চাড়া দিচ্ছে, এ জন্যই তরুনদের নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলের প্রকাশ।
তিনি বলেন, আমরা সহঅবস্থান আর সম্প্রীতির রাজনীতি করতে চাই। আমরা জুলুম করে রাজনীতি করতে চাই না, জনগণ আমাদের কাজ দেখে ভালবেসে ভোট দিলে আমরা ক্ষমতায় যাব। দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান, আমার হিংসাত্মক রাজনীতি পরিহার করবো। রাজনৈতিক দলের প্রতিপক্ষের সমালোচনা টা যেন গঠনমূলক, শালীন ও মার্জিত হয়।
এনসিপি নড়াইল জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহা তানজিল আহমেদ, কমিটির উপদেষ্টা নোমান আহমেদ, জেলা নাগরিক পার্টির সদস্য সচিব, পাঁচগ্রাম ইউপি পরিষদের চেয়ারম্যান এসএম সাইফুজ্জামান, নলদী ইউপি পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আব্দুল রহমান মেহেদী বক্তব্য রাখেন।
২৮ ফেব্রুয়ারি নতুন দল গঠনের পর জাতীয় নাগরিক পার্টির প্রথম আনুষ্ঠানিক সভা নড়াইলে অনুষ্ঠিত হয়।