ইসিকে ১০ কর্মদিবসের মধ্যে মেয়র পদের গেজেট প্রকাশ করতে হবে : ইশরাক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ সংক্রান্ত আদালতের রায়ের কপি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশ করতে হবে। তিনি জানান, ১৫ এপ্রিল নির্বাচন কমিশন রায়ের অনুলিপি পেয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘আপনি যদি আদালতের রায়ে মেয়র নির্বাচিত হন, তাহলে আপনার মেয়াদকাল কতদিন হবে’—এমন প্রশ্নের উত্তরে ইশরাক বলেন, “যদি নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে, তাহলে আইনজীবী প্যানেলের সঙ্গে বসে আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।”

তিনি আরও বলেন,
**“আদালতের নির্দেশনা হলো, রায়ের কপি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। আমি সিইসির সঙ্গে এ বিষয়ে আপডেট জানতে দেখা করেছি। আমি সবকিছু আইনের ভিত্তিতে করেছি। আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার নিয়ম। এটা এমন না যে, হঠাৎ একদিন সকালে আদালত রায় দিয়েছে। আমি আগেই মামলা করেছি। তাপস তখন মেয়র ছিলেন, তিনি বারবার প্রভাব খাটিয়ে রায় বিলম্বিত করেছেন।”**

উল্লেখ্য, গত ২৭ মার্চ আদালত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। একই সঙ্গে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের পূর্ববর্তী গেজেটও বাতিল করে দেন আদালত।

Scroll to Top