Tuesday , December 24 2024
Breaking News
Home / Entertainment / কড়া জবাব ভগ্নিপতি আয়ুশের : সালমানের দয়ায় বাঁচি না, আমারও টাকা আছে

কড়া জবাব ভগ্নিপতি আয়ুশের : সালমানের দয়ায় বাঁচি না, আমারও টাকা আছে

বলিউডের অন্যতম উদীয়মান জনপ্রিয় অভিনেতা আয়ুশ শর্মা। পর্দায় পা রেখেছেন খুব বেশি দিন হয়নি, আর এরই মধ্যে লাখও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘অন্তিম’। সিনেমাটি এরই মধ্যে বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলেছে। তবে এরপরও ট্রলের মুখে পড়তে হচ্ছে গুণী এই অভিনেতাকে। কিন্তু ট্রলের মুখে পড়ে চুপ থাকলেন না তিনি, জবাব দিলেন কড়া ভাষায়।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘দুর্ভাগ্যবশত আমার জীবনে আমি যাই ই করি না কেন তার সবকিছুতেই সালমান খানের নাম টেনে আনা হয়। মানে ছোট্ট ছোট্ট ব্যাপারেও। ধরুন, একটা গাড়ি কিনেছি। আমাকে শুনতে হয়, ওহ গাড়ি!..নিশ্চয়ই সালমান কিনে দিয়েছে। কিংবা ধরুন এটা করেছো, ওটা পেয়েছো নিশ্চয়ই সালমানের জন্য’।

ক্ষুব্ধ আয়ুশ বলেন, ‘সালমানের দয়ায় বাঁচি না, আমারও টাকা আছে! আমি সারাজীবন মোটেই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াইনি।’ তবে এর মানে এই না যে আয়ুশ সালমানের প্রতি কৃতজ্ঞ না। বরাবরই সালমানকে সমীহ করে থাকেন আয়ুশ। পাশাপাশি সালমানের মনের বেশ কাছের তিনি।

গত সপ্তাহেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’। প্রথমদিকে একটু ঢিলেঢালা ভাবে চললেও শেষ পাওয়া খবরে জানা গেছে, বক্স অফিসে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে সালমান-আয়ুশ অভিনীত এই ছবি। এখন পর্যন্ত ছবিটি ৩৯ কোটি রুপি ব্যবসা করেছে। উল্লেখ্য, সালমানের পালিত বোন অর্পিতার জামাই আয়ুশ। তাদের সংসারে দু’টি সন্তান রয়েছে।

এদিকে সম্প্রতি বলিউড ভাইজান সালমান খানের বিয়ে না করার কারন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন ভগ্নিপতি আয়ুশ শর্মা। তবে ব্যক্তিগত ভাবে সালমানকে নিয়ে নানা কৌতহল দেখা দেয় ভক্তদের মাঝেও। কেন তিনি এখনো বিয়ে করছেন না? আর কবে করবেন? এসব প্রশ্নের উত্তরের সন্ধানে সকলেই।

About

Check Also

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার দাম্পত্যে ভাঙনের সুর

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখার্জির দাম্পত্য জীবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *