টক অব দ্য কান্ট্রি, আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সব শালাকে দেখ নিব

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির সহকারী ব্যবস্থাপক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজিল হাসানের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন এবং শ্রমিক-কর্মচারীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ আনা হয়েছে।

ক্ষুব্ধ হয়ে মনজিল বলেন, ‘আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিবিএ (এমপ্লয়িজ ইউনিয়ন) গুনার টাইম আমার নাই, সব শালাকে দেখে নেব।’

দেশের কয়েকটি গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পরই এখন তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ১৭ এপ্রিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কর্মচারী (সিবিএ) ইউনিয়নের নেতারা ব্রাহ্মণবাড়িয়ার বিরাসায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।অভিযোগের সাথে সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসানের ছাত্রলীগের কমিটিতে থাকার বিভিন্ন তথ্য প্রমাণাদিও যুক্ত করে দেয়া হয়।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নূর আলম এবং সাধারণ সম্পাদক আলী হায়দার আহমেদ স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে যে, সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসান দীর্ঘদিন ধরে কম্প্রেসার ও জেনারেটর বিভাগের কম্প্রেসার মেকানিক্যাল রক্ষণাবেক্ষণ শাখায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছেন। এই শাখার শ্রমিক-কর্মচারীরা তাকে খারাপ আচরণ না করার জন্য অনুরোধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে কর্মচারীরা কর্মচারী ইউনিয়নের দ্বারস্থ হন।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেনের নম্বরে একাধিকবার ফোন করা সত্ত্বেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Scroll to Top