পদত্যাগ করিনি, ‘মুসলমান হিসেবে জামায়াতের প্রোগ্রামে ছিলাম’: আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে অংশগ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “আমি আওয়ামী লীগের পদে আছি, আমি পদত্যাগ করিনি। একজন মুসলিম হিসেবে আমাকে বিভিন্ন ইসলামী কর্মসূচিতে থাকতে হয়। তাছাড়া জামায়াতের কর্মী সম্মেলনও আমার গ্রামেই অনুষ্ঠিত হয়েছে। সে কারণে আমি উপস্থিত ছিলাম।’

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন,‘জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সুযোগ নেই। তবে রফিকুল ইসলাম নামের কাউকে আমি চিনি না। আওয়ামী লীগের কোনো লোককে আমি অনুষ্ঠানে দেখিনি।’

শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে জামায়াতের নেতা-কর্মীদের সাথে তাকে প্রথম সারিতে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর নূর ও সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন প্রমুখ।

অনুসন্ধানে জানা গেছে, সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামালের ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতা গত বছরের ৫ আগস্টের পর থেকে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে তিনি এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

Scroll to Top