Sunday , November 24 2024
Breaking News
Home / Entertainment / আমার ছেলে হলেই সে আমার উত্তরাধিকারী হবে না: অমিতাভ বচ্চন

আমার ছেলে হলেই সে আমার উত্তরাধিকারী হবে না: অমিতাভ বচ্চন

বলিউডের মেঘা সুপারষ্টার অমিতাভ বচ্চন। তাকে বলিউডের শাহেনশাহ বলা হয়ে থাকে। তিনি তার সিনেমা জগতের ক্যারিয়ারে অর্জন করেছেন ব্যপক সফলতা এবং সম্মাননা। তিনি বলিউড ইন্ডাষ্ট্রিতে সফলতার শীর্ষ স্থান দখল করলেও তরা পুত্র বলিউডে তার মত সফলতা অর্জন করতে পারেনি। এই নিয়ে প্রায় সময় সমালোচকদের সমালোচনার শিকার হয়েছেন তিনি। সম্প্রতি অভিষেক বচ্চনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এক পোষ্ট দিলেন অমিতাভ বচ্চন।

সমালোচকেরা এমনিতেই রসিকতা করে বলতেন, বেকার ছেলেকে নিয়ে অমিতাভের বড় চিন্তা। ঘরে তাঁর একমাত্র ছেলে, বেকার! তারকার সন্তান হওয়া যে সহজ নয়, হাড়ে হাড়ে টের পেয়েছেন অভিষেক বচ্চন। প্রথম ছবি ‘রিফিউজি’র (২০০০) আগে থেকেই শুনতে হয়েছে, তিনি ‘যোগ্য পিতার অযোগ্য সন্তান’, ‘বাবার নাম ভাঙিয়ে খান’ ইত্যাদি। এমনকি ২০০৭ সালে যখন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিয়ে হলো, তখনো তাঁকে একঝুড়ি সমালোচনা হজম করতে হয়েছে। লোকে বলাবলি করেছে, ঐশ্বরিয়া যে অভিষেক বচ্চনকে বিয়ে করলেন, তার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণও তিনি অমিতাভ বচ্চনের ছেলে। এমনকি ‘রাবণ’, ‘সরকার রাজ’, ‘যুবা’, ‘গুরু’র মতো ছবি দিয়ে নিজের প্রতিভা চেনালেও বন্ধ হয়নি সমালোচকদের মুখ। বারবার বাবার সঙ্গে তাঁর তুলনা টানা হয়েছে। এবার ছেলের হয়ে সমালোচনার জবাব দিয়ে দিলেন বিগ বি খোদ। বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতা উদ্ধৃত করে অভিষেককে নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে ঘোষণা করলেন। বললেন, ‘আমার যোগ্য উত্তরাধিকারী।’

সত্যি সত্যি এবার অভিষেকের অগ্নিপরীক্ষা। শুক্রবার মুক্তি পেয়েছে ‘বব বিশ্বাস’। নাম ভূমিকায় অভিষেক বচ্চন। কলকাতায় শুটিং হওয়া ছবিটি নানা কারণে গত ১ বছর আলোচনায় ছিল। অনেকেই বলছেন, অভিষেকের জন্য আরেকটি মাইলফলক হতে পারে এই ছবি। এমন ইঙ্গিতই দিচ্ছে ছবির বিজ্ঞাপন, ট্রেলার ও স্থিরচিত্র। অমিতাভ নিজেও ‘বব বিশ্বাস’–এর ট্রেলার দেখে প্রশংসা করেছেন ছেলের। বৃহস্পতিবার, অর্থাৎ ছবি মুক্তির আগের দিন ছেলেকে এক বড়সড় স্বীকৃতি দিলেন অমিতাভ। অভিষেকের বাবা হিসেবে যে তিনি গর্বিত, সে কথা জানিয়ে দিলেন। টুইটারে অভিষেকের দাদা, অর্থাৎ নিজের বাবার একটি কবিতার লাইন উদ্ধৃত করেছেন অমিতাভ। হিন্দিতে লেখা সে লাইনের বাংলা অনেকটা এমন, ‘আমার ছেলে হলেই সে আমার উত্তরাধিকারী হবে না। যে আমার উত্তরাধিকার হবে, সে–ই আমার ছেলে হবে…।’ বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা কবিতার এই লাইন উদ্ধৃত করে ইংরেজিতে জুড়ে দিয়েছেন আরেকটি বাক্য। লিখেছেন, ‘আমার ছেলে, আমার গর্ব, আমার যোগ্য উত্তরসূরি।’ টুইটারে এই মন্তব্যের পাশে নিজের একটি আবৃত্তির ভিডিও শেয়ার করেন। বাবার উজাড় করা প্রশংসা অভিষেকেরও নজর এড়ায়নি। বাবার টুইট করা সেই ভিডিও পোস্ট করে তিনি দাদা হরিবংশ রাই বচ্চনের আরেকটি কবিতা উদ্ধৃত করে শপথ নিয়েছেন। লিখেছেন, ‘ব্যস আর কী চাই। কিন্তু তুমি কখনো ক্লান্ত হয়ো না, কখনো থেমে যেয়ো না, ওয়াদা করো…।’

বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। তার অভিনীত বেশ কয়েকটি উল্লেখযোগ্যে সিনেমা রয়েছে। গতকাল তার অভিনীত ‘বব বিশ্বাস’ নামে নতুন একটি সিনেমা রিলিজ হয়েছে। ইতিমধ্যে এই সিনেমা নিয়ে অভিষেক বচ্চনের প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন।

About

Check Also

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা (ভিডিও)

সম্প্রতি ঢাকার দোহার উপজেলার এক জমিদার বাড়িতে নাটকের শুটিং চলাকালীন ঘটে বিব্রতকর একটি ঘটনা। ‘প্রেমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *