ফিলিস্তিনপন্থী আন্দোলনে ইসরায়েলি পণ্য বিতর্ক, আজহারীর চশমা নিয়ে জুলকারনাইন সায়েরের মন্তব্যের জবাব দিলেন পিনাকী

সম্প্রতি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয় “মার্চ ফর গাজা” শীর্ষক এক মানবিক কর্মসূচি, যেখানে অংশ নেন প্রখ্যাত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। প্রচণ্ড গরম উপেক্ষা করে কর্মসূচিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন, যা ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে।

এই আয়োজনে আজহারীর চোখে থাকা একটি কালো সানগ্লাস নিয়ে শুরু হয় আলোচনা। আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন,“গাজার পক্ষে আন্দোলনের আয়োজকদের চোখে রেবান সানগ্লাস দেখে ব্যথিত হয়েছি।” তিনি অভিযোগ করেন, রেবান-এর মূল কোম্পানি লাক্সোটিকা ইসরায়েলে বিনিয়োগ করে, যা বিভিন্ন সংস্থা বর্জনের আহ্বান জানিয়েছে।

জুলকারনাইনের এই মন্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে সরব হন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “একজন বক্তা যদি ভালো মানের সানগ্লাস পরেন, সেটা নিয়ে এত সমালোচনা কেন? রেবান আসলেই ইসরায়েলের সঙ্গে যুক্ত কি না, তা আগে যাচাই করা উচিত।”

পিনাকী জানান, রেবান কোনও ইসরায়েলি ব্র্যান্ড নয়; এটি ১৯৩৭ সালে আমেরিকার Bausch & Lomb কোম্পানি প্রতিষ্ঠা করে, এবং ১৯৯৯ সালে এটি ইতালির Luxottica গ্রুপের মালিকানায় যায়। তার দাবি অনুযায়ী, কোম্পানিটির ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো বিনিয়োগ সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান থেকে শুরু করে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত রেবান ব্যবহার করেছেন। তাহলে কি তাদেরও ইসরায়েলপন্থী বলা হবে? যুক্তিহীন দৃষ্টিভঙ্গি সমাজে বিভ্রান্তি ছড়ায়।”

জুলকারনাইনের উদ্দেশ্যে পিনাকী বলেন, “বয়কট মানে আবেগে ভেসে যাওয়া নয়, বয়কট হওয়া উচিত তথ্যভিত্তিক এবং সচেতনতার জায়গা থেকে। যারা বারবার আজহারী বা আমাকে ট্রল করে, তারা আসলে ফিলিস্তিনের স্বার্থে নয়, নিজেদের বিভ্রান্তিকর এজেন্ডার পক্ষে কাজ করছে।”

এই বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে এখনও তুমুল আলোচনা চলছে। অনেকের মন্তব্য—গাজা নিয়ে প্রতিবাদের চেয়েও এখন বেশি গুরুত্ব পাচ্ছে বক্তার সানগ্লাসের ব্র্যান্ড!

Scroll to Top