বিএনপি এখন চাঁদাবাজি করে না, আসল চাঁদাবাজ কারা? মুখ খুললেন মির্জা আব্বাস

বর্তমানে বিএনপি চাঁদাবাজিতে জড়িত নয়, বরং নতুন ও পুরোনো দুইটি রাজনৈতিক দল নিয়মিত চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসা নতুন কিছু না। মরহুম সাইফুর রহমান বলতেন, ‘হাড্ডির পাশের মাংসটা নরম হয়, খেতে ভালো লাগে।’ বিএনপি নিয়ে অনেকেই ধরে নিচ্ছে আমরা আবার ক্ষমতায় আসছি—এই ধারণা থেকেই কেউ কেউ অস্থির হয়ে উঠছে এবং বিএনপির ওপর নানা ধরনের অপবাদ চাপাচ্ছে।”

মির্জা আব্বাস আরও বলেন, “এই বিভ্রান্তি ছড়িয়ে বিএনপির সাধারণ কর্মী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাদেরও চাঁদাবাজ, দখলদার, লুটেরা হিসেবে চিত্রিত করার চেষ্টা চলছে। অথচ বাস্তবতা হলো, আমার জানামতে এবং অভিজ্ঞতা থেকে বলছি, বর্তমানে চাঁদাবাজিতে লিপ্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পুরাতন ও একটি নতুন দল রয়েছে, যারা প্রাতিষ্ঠানিকভাবে চাঁদাবাজি করছে।”

তিনি অভিযোগ করে বলেন, “তাদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে বলে—বলতে পারবে না, কারণ বললে বিপদ হতে পারে। এসব কথার মানে আমরা ভালোই বুঝি। আজকে বিএনপির নামেই অপবাদ উঠছে, অথচ প্রকৃতপক্ষে বিএনপি এখন চাঁদাবাজিতে জড়িত না।”

আব্বাস আরও বলেন, “শুরুতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল, যেগুলো আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি। এখন বিএনপির ওপর এ ধরনের অপবাদ সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।”

Scroll to Top