শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই তার পৈত্রিক সম্পত্তি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “আমার বিরুদ্ধে বলা হচ্ছে রেলওয়ের জমি দখল করেছি। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। আমি আগেও বিষয়টি পরিষ্কার করেছি, এখনো করছি।”
তিনি বলেন, “রেলওয়ের ৫১ কোটি টাকার জমি দখল করেছি বলে যে খবর ছড়ানো হচ্ছে, সেটা ২০০৬ সালের আগেই আওয়ামী লীগের কিছু নেতার সহায়তায় একটি পত্রিকায় ছাপানো হয়েছিল। সেই পুরোনো খবরের কাটপেস্ট করে আবারও একই অভিযোগ সামনে আনা হচ্ছে। বিভিন্ন ব্লগার ও আওয়ামী সমর্থকরা এই তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন।”
মির্জা আব্বাস জোর দিয়ে বলেন, “শাহজাহানপুর এলাকার অর্ধেকটাই আমার এবং আমার আত্মীয়স্বজনের পৈত্রিক সম্পত্তি। বরং আমরা অভিযোগ করতে পারি— রেলওয়ে আমাদের জমি দখল করে রেখেছে।”
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “এই জমিতে আমরা আট পুরুষ ধরে বসবাস করছি। তখন তো রেলওয়েরই অস্তিত্ব ছিল না। এখন উদ্দেশ্যমূলকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।”
তিনি অভিযোগ করেন, “এখন শুধু আওয়ামী লীগ নয়, আরও দুটি রাজনৈতিক দল একযোগে এই অপপ্রচার চালাচ্ছে। তাদের হাতে এখন প্রচুর টাকা, যা দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রচারণা চালাচ্ছে। আমরা যখন দমন-পীড়নের শিকার হয়েছি, তখন তারা মুখ খোলেনি। এখন তারা আমাদের প্রতিপক্ষ মনে করে এসব করছে।”