নাটোর শহরের পুরাতন ডিসি বাংলো পুকুরের পাশে অস্ত্রের সন্ধানে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা শতাধিক বস্তা ব্যবহৃত ব্যালট কাগজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে এ উদ্ধার অভিযান চালানো হয়।
নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোয়েন্দা তথ্যে ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের কান্দিভিটুয়া এলাকায় অবস্থিত পুরাতন ডিসি বাংলোতে অভিযান চালায়। সেখানে মাটি খুঁড়ে শতাধিক বস্তা ব্যালট কাগজের সন্ধান মেলে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ব্যালট কাগজগুলো ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত হয়েছিল। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ব্যবহৃত ব্যালট ছয় মাস ট্রেজারিতে সংরক্ষণ করতে হয়। যদি এই সময়ের মধ্যে কোনো মামলা না থাকে, তবে ব্যালট ধ্বংস করা বা স্থানান্তর করা হয়। ট্রেজারিতে স্থান সংকটের কারণে এগুলো পুরাতন ডিসি বাংলোর একটি পরিত্যক্ত ভবনে রাখা হয়েছিল। তবে অজ্ঞাত কেউ সেখান থেকে ব্যালট কাগজ সরিয়ে মাটির নিচে পুঁতে রাখে।
এ বিষয়ে দায়িত্বরত কোনো প্রহরী ছিল কি না জানতে চাইলে মো. রাশেদুল ইসলাম জানান, রাতে একজন প্রহরী ছিলেন, তবে তাকে এখনো এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শুক্রবার ডিসি বাংলোর পাশের পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে ব্যালট উদ্ধারের কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়, তদন্ত চলছে। পুকুরটি সম্পূর্ণ নিষ্কাশন করে আরও অস্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হবে এবং পুলিশের অনুসন্ধান অব্যাহত থাকবে।