২৩শে মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্টে একটি দাবি প্রচারিত হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পদত্যাগ করেছেন।
তবে, গুজব স্ক্যানার টিমের তদন্তে জানা গেছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পদত্যাগের দাবি সঠিক নয়, বরং তিনি এখনও তার পদে দায়িত্ব পালন করছেন।
২৪শে মার্চ একটি সংবাদমাধ্যমে ‘প্রেস সচিব শফিকুল আলমের পদত্যাগের দাবি ভুয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রদিবেদনে ছবি হিসেবে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামের একটি ফেসবুক পেজের একটি পোস্টের স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে, যেখানে লেখা ছিল ‘সবাই পল্টি নিচ্ছে, এবার খেলা শেষ। প্রেস সেক্রেটারি শফিকুল ওরফে গণশত্রুর পদত্যাগ’।
তরুণ লেখক জুবায়ের ইবনে কামাল ফেসবুকে প্রেস সচিব শফিকুল আলমকে ট্যাগ করে এই প্রতিবেদনের একটি ফটোকার্ড শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন ‘বিদায় Shafiqul Alam ভাই। দ্রুত পালান, পালাবেন কোথায়? এএফপির চাকরিটাও তো আর নাই।’
তার পোস্টটি প্রেস সচিব শফিকুল আলম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে শেয়ার করেছেন।