এতদিন পলাতক ছিলাম, এবার তোমাদের পালা খেলা শুরু করছো তোমরা, শেষ করব আমরা : সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না, ওরফে বুড়ির নাতি, তার স্বামীর চেয়ে এক ধাপ এগিয়ে। সাজ্জাদের গ্রেপ্তারের পর তার স্ত্রী তামান্নার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল শনিবার রাতে ঢাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে।

তারপর, সাজ্জাদের স্ত্রী তামান্না লাইভে এসে বলেন, ‘হ্যাঁ, গত রাতে আমার জামাইকে গ্রেপ্তার করা হয়েছে।’

এতে এত খুশি হওয়ার কিছু নেই। ঠিকই বলেছেন। যখন কোনও মামলা হয়, তখন তাকে গ্রেপ্তার করা হবে। এসব নিয়ে দুঃখ প্রকাশ বা কান্না করার কিছু নেই।

তোমরা যারা মনে করো যে আমার জামাই আর কখনও বেরিয়ে আসবে না। তাদের জন্য এক বালতি সহানুভূতি।’

তিনি বললেন, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে।

যারা এই ঘটনা ঘটিয়েছে (গ্রেপ্তার করা হয়েছে) তাদের রেহাই দেওয়া হবে না। মনে রাখবেন।এতদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে চলে আসবে।

তখনই খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করেছ তোমরা। শেষ করব আমরা। ঠিক আছে? আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছে, আমার জামাইয়ের জন্য দোয়া করো- যেন ১০-১২ দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি। ধন্যবাদ।’

Scroll to Top