৯ বছর পর মুক্তি পেয়েও বাড়ি ফিরতে পারলেন না খালেদ সাইফুল্লাহ

মাদারীপুরের হাফেজ কাজী খালেদ সাইফুল্লাহ জামিল দীর্ঘ ৯ বছর কারাভোগের পর সোমবার (১০ মার্চ) জামিনে মুক্তি পান। কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরপরই তাকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকায় এক সংবাদ সম্মেলনে ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ মাদারীপুর জেলা বিষয়টি তুলে ধরে দ্রুত তার সন্ধান দাবি করে।

খালেদ সাইফুল্লাহর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বলসা গ্রামে। তার বাবা ছিলেন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের সাবেক প্রধান, প্রয়াত কাজী বেলায়েত হোসেন। পরিবারের তিন ভাইয়ের মধ্যে খালেদ সবার বড়। তিনি শিবচরের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় পড়াশোনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালেদের মামা প্রফেসর কাজী মো. মহসিন অভিযোগ করেন, “মাত্র ১৬ বছর বয়সে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দীর্ঘ ৯ বছর কারাগারে আটকে রাখা হয়েছিল খালেদকে। উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করার পর সোমবার বিকালে কাশিমপুর ১ নম্বর কারাগার থেকে মুক্তি পান। কিন্তু গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কালো রঙের একটি গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশের বিশেষ শাখা, সিটিটিসি ইউনিট। এটি অমানবিক, নির্মম ও চরম অন্যায়। আমরা দ্রুত তাকে পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী বলেন, “খালেদ সাইফুল্লাহ জামিলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় মাদারীপুরসহ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমেদ চৌধুরী, ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. জাহিদুল আলম খান, সাংগঠনিক সম্পাদক মুফতী জামাল উদ্দিন খান এবং খালেদের পরিবারের সদস্যরা।

Scroll to Top