জামায়াত নেত্রীর ওপর হামলা, আমিরের হুঁশিয়ারিতে রাজনীতি উত্তপ্ত

ঝিনাইদহে জামায়াতের এক নারীনেত্রীর ওপর বিএনপি কর্মীদের হামলার ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১০ মার্চ) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেছেন, “ঝিনাইদহের মহেষপুরে যারা আমার পর্দানশীন মা-বোনদের গায়ে হাত তুলেছে এবং তাদের পর্দা ছিনিয়ে নিয়েছে, তাদের কী নামে ডাকবেন? কীভাবে চিহ্নিত করবেন? মনে রাখা উচিত, আমাদের কাছে মা-বোনদের সম্মান জীবনের চেয়েও মূল্যবান। এই ঘটনা ছোট করে দেখার সুযোগ নেই।”

তথ্য অনুযায়ী, ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের রুকন ও নারী নেত্রী হাসিনা খাতুন এবং তার সহযোগীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কুল্লোপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর জামায়াত নেত্রী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

জামায়াতের নারী নেত্রী হাসিনা খাতুন জানান, “রবিবার সকালে কুল্লোপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে নারীদের নিয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা করছিলাম।”

তিনি আরও বলেন, “সেসময় বিএনপির আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুল-সহ ১৫-২০ জনের একটি দল হাতে হাতুড়ি, হাঁসুয়া ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। তারা আমাকে ওই বাড়ি থেকে টেনে-হিঁচড়ে রাস্তায় এনে মারধর করে। এরপর আল-আমিন, সাহেব ও সোহেল আমার ওড়না ধরে টান দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে।”

এ বিষয়ে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Scroll to Top