মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে তিন ভাইকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৮ মার্চ) দুপুর ১১টার দিকে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার ও আতাউর সরদার এবং তাদের চাচাতো ভাই পলাশ সরদার। পলাশ মুজাম সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। এ নিয়ে তার সঙ্গে স্থানীয় শাজাহান খানের দ্বন্দ্ব চলছিল।
এরই জেরে শনিবার দুপুরে খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের সামনে একা পেয়ে শাজাহানের লোকজন সাইফুলের ওপর হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে সাইফুলের বড় ভাই আতাউর ও চাচাতো ভাই অলিলসহ প্রতিবেশীরা ছুটে আসেন। কিন্তু প্রতিপক্ষের হামলায় সাইফুল ও আতাউর সরদার ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পলাশ সরদার মারা যান।
এই হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে।