এক সময় ‘জামায়াতের সঙ্গে বেহেশতেও যাব না’ ঘোষণা দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবার জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন।
শনিবার (৮ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তিনি, তবে কোনো বক্তব্য দেননি।
২০২৩ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের সখীপুরে এক জনসভায় কাদের সিদ্দিকী বলেছিলেন, “আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে যাব না। তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানিদের সহযোগিতা করেছে।”
এছাড়া, ২০২১ সালের ৩ ডিসেম্বর গণফোরামের এক সমাবেশে তিনি বলেছিলেন, “যতদিন বিএনপিতে জামায়াত থাকবে, ততদিন বিএনপিওয়ালারা আমাকে পাশে পাবে না। জামায়াত যদি ভুল স্বীকার করে, তবেই রাজনীতিতে আসতে পারে।”
এমন বক্তব্যের পরও জামায়াতের ইফতার মাহফিলে তার অংশগ্রহণ দলের ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ইফতার আয়োজনে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার আমির আহসান হাবীব মাসুদ, সেক্রেটারি জেনারেল হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।