রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান। যৌথ বাহিনী অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, হামলাকারীরা ড্রয়ার ভেঙে তিন লাখ টাকা ও চারটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে গেছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ বিষয়ে বিস্তারিত জানান কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান।
সংবাদ ব্রিফিংয়ে ওসি বলেন, লেক সার্কাস এলাকায় একটি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা ব্যবসায়ী শেখ কবিরের প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে, পরে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা নগদ টাকা, কম্পিউটার ও অফিসের চেয়ার-টেবিল ভেঙে ফেলে।
ঘটনার সময় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৪ জনকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে আগেভাগে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়েছিল কি না জানতে চাইলে ওসি জানান, অভিযুক্তরা আগে থেকে পুলিশকে কিছুই জানায়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় ১৪ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। তদন্তে অফিসের সিসি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পাওয়া গেছে, এবং গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সকলকে সতর্ক করে ওসি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনো অপরাধের তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।