ছাত্রদলকে সারজিসের হুঁশিয়ারি, জানা গেল কারন

রাজধানীর বসুন্ধরা এলাকায় বৃহস্পতিবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঙ্গে কিছু শিক্ষার্থীর উত্তপ্ত বাকবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এই ঘটনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে দায়ী করে বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৩টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সারজিস আলম।

পোস্টে তিনি লেখেন, “ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিতে যাই এবং তাদের মতামত শুনি। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আমরা আলোচনা করি। NSU, IUB, AIUB, UIU-র প্রায় শতাধিক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দিয়ে যখন নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনের রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তখন দেখি ১০-১২ জন একটি গোষ্ঠী সেখানে স্লোগান দিচ্ছে। তাদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলও ছিল।

আমি তাদের বক্তব্য শুনতে এগিয়ে গেলে, তারা আমার সঙ্গে থাকা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। উপস্থিত ১০-১২ জনের মধ্যে ১-২ জন শিক্ষার্থী হলেও বাকিরা ভাড়া করা দুষ্কৃতিকারী বলে মনে হচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। আমি দুই পক্ষকে শান্ত থাকতে বলি এবং ঘটনাস্থল থেকে চলে আসি।

কিন্তু পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার অনুসারীদের নিয়ে পরিকল্পিতভাবে আমার সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা সরাসরি মাথা ও পিঠে আঘাত করে একাধিকজনকে রক্তাক্ত করে। আমি আহ্বান জানাই, ছাত্রদলের শাকিলসহ হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

১৬ বছর ধরে ছাত্রদল অন্যদের নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু আজ যদি ছাত্রদলের কেউ একইভাবে সন্ত্রাসী আচরণ করে, তবে তাদের পরিণতিও একই রকম হতে বেশি সময় লাগবে না। সময় থাকতে শিক্ষা নিন, অতীত থেকে শিক্ষা নিন।”

এ ঘটনায় এখন পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Scroll to Top