সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করতে একটি টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালীন তিনি যদি এসব অর্থ বা সম্পদ অন্যত্র সরিয়ে ফেলেন, তাহলে ন্যায়বিচারে বাধা আসতে পারে। সেই কারণেই তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
দুদকের আবেদনে আরও বলা হয়েছে, এই ৩৯টি ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে।
এর আগে, গত ১২ আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউসিবি চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছিল।
সেসময় ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে এই দম্পতির পাশাপাশি তাদের সন্তান ও তাদের ব্যক্তিমালিকানাধীন কোম্পানির লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়েছিল।