অবৈধ টাকা ও আ.লীগের দোসর খোঁজার অযুহাতে রাজধানীর একটি বাসায় তছনছ করা কারা এই ছাত্র-জনতা

রাজধানীর গুলশানে একটি বাসায় তল্লাশির নামে ভাঙচুর চালিয়েছে একদল মানুষ। তারা দাবি করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের ছেলের বাসায় অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে। তবে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে একটি ক্ষুদেবার্তা পৌঁছায়, যেখানে বলা হয়— ‘স্বৈরাচার শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা রয়েছে। বিপ্লবী ছাত্র-জনতা বাড়িটি ঘেরাও করেছে।’ বার্তায় বাসার অবস্থান হিসেবে গুলশান-২, শাহবুদ্দিন পার্কের পাশে উল্লেখ করা হয় এবং সমন্বয়কের নাম ‘রাজিব’ বলে জানানো হয়।

রাত ১১টার দিকে দেখা যায়, গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের কনকর্ড কটেজের দিকে একদল মানুষ মিছিল নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর পাঁচতলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড করে ফেলে। আলমারি, ওয়ারড্রব, লাগেজ খুলে সবকিছু তছনছ করা হয়, মূল লক্ষ্য ছিল নগদ টাকা খোঁজা।

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধানের বৈঠকের গুঞ্জন, আসল সত্য কী?

রাত ১২টার দিকে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পরে সেনাবাহিনীও সেখানে আসে। গণমাধ্যমকে পুলিশ জানায়, তারা একটি ক্ষুদেবার্তার সূত্র ধরে খবর পেয়েছে, তবে বিস্তারিত কিছু জানা নেই।

বাড়িতে প্রবেশকারীরা জানান, তারা খবর পেয়েছেন যে এই ফ্ল্যাটে এইচ টি ইমামের ছেলের অবৈধ টাকা রয়েছে এবং সেখানে আওয়ামী লীগের সহযোগী কিছু লোকজনও আশ্রয় নিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া তারা কীভাবে বাড়িতে প্রবেশ করল, সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি।

এদিকে, বাড়ির গৃহকর্মীরা জানান, এটি তানভির ইমামের সাবেক স্ত্রীর বাসা, যিনি ২০০১ সালে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছেন।

রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে দিয়েই ছাত্র-জনতা পরিচয়ে প্রবেশকারীরা বের হয়ে যায়। গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ উপস্থিত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি।

Scroll to Top