মারা গেছে ওবায়দুল কাদের? যা জানা গেল

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর দাবি করে মূলধারার কয়েকটি ইলেকট্রনিক গণমাধ্যমের নামে তিনটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, এসব ফটোকার্ড সম্পূর্ণ ভুয়া।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে, ওবায়দুল কাদেরের মৃত্যু নিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, তাদের ডিজাইন নকল করে ভুয়া ফটোকার্ড বানিয়ে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে আরও তদন্ত করে দেখা গেছে, আলোচিত দাবিগুলোর সত্যতা যাচাই করতে একাধিক কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হলেও কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে এ ধরনের খবরের অস্তিত্ব মেলেনি। পরে ফটোকার্ডগুলো পৃথকভাবে বিশ্লেষণ করেও কোনো সত্যতা পায়নি রিউমর স্ক্যানার।

এছাড়া, গণমাধ্যমগুলোতেও এই ধরনের তথ্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই নিশ্চিতভাবে বলা যায়, ওবায়দুল কাদেরের মৃত্যু সংক্রান্ত ছড়ানো ফটোকার্ডগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

Scroll to Top