বাংলাদেশের মানুষ সারা বিশ্বের সঙ্গে একই দিনে রোজা রাখা ও ঈদ উদ্যাপন করতে পারে কি না—এই বিষয়ে চিন্তা-ভাবনার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির আয়োজিত ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়টি নিয়ে আলেমদের চিন্তা করার অনুরোধ জানান।
তারেক রহমান বলেন, ‘একজন মুসলমান হিসেবে আমার মনে বহুবার এই প্রশ্ন এসেছে। আমরা দেখি, খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে একসঙ্গে বড়দিন উদ্যাপন করে। আজ এখানে উপস্থিত সম্মানিত ওলামায়ে-মাশায়েখদের প্রতি আমার অনুরোধ, আপনারা কি এ বিষয়ে চিন্তা করতে পারেন না? আলোচনা করে দেখা যেতে পারে, আমরা কি সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করতে পারি? বর্তমান যুগে এটি কি সম্ভব? বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে কোনো সমাধান খুঁজে পাওয়া যায় কি না, সেটি ভাবনার বিষয়।’
তিনি আরও বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আলেমদের কাজ, তবে এটি নিয়ে আলোচনা হতে পারে। ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি তাঁর মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁদের পরিবারের সদস্য এবং দেশবাসীর জন্য দোয়া চান।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘একটি মহল দেশে ও বিদেশ থেকে ষড়যন্ত্র করে আলেম-ওলামাদের বিএনপির বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু প্রকৃতপক্ষে ওলামা-মাশায়েখদের সঙ্গে বিএনপির কোনো বিভেদ নেই। এই ধরনের বিভাজন তৈরি হলে, তৃতীয় শক্তির সুযোগ সৃষ্টি হবে, যা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’
ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহ উদ্দিন আহমদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেন। ইফতার আয়োজনে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের এতিম শিশুরাও অংশ নেয়।