আরও বিচক্ষণতা ও কৌশল প্রয়োগ করা গেলে ভালো হতো: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সর্বজনীন প্ল্যাটফরমকে বিতর্কিত করা সঠিক হয়নি। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি তার পোস্টে উল্লেখ করেন, “কিছু মানুষের অদূরদর্শী সিদ্ধান্ত এবং আচরণের ফলে জুলাই আন্দোলনের সর্বজনীন প্ল্যাটফরমটি অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়িয়েছে, যা কাম্য ছিল না। সবাইকে সন্তুষ্ট করার ক্ষেত্রে আরও বিচক্ষণতা ও কৌশল প্রয়োগ করা গেলে ভালো হতো।”

তিনি নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর জন্য শুভ কামনা জানিয়ে বলেন, “আশা করি, সংগঠনটি ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জাহিদুল ইসলাম আরও বলেন, “৩৬ জুলাই সবার—পাবলিক, প্রাইভেট, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মাদরাসা (আলিয়া, কওমি), ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ঢাকা কিংবা সারা দেশ—সবাইকে নিয়ে গঠিত।”

তিনি শেষ করেন এই বার্তা দিয়ে, “আগামী দিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে, উদারতার পরিচয়ে গড়ে উঠুক। দেশ হোক সত্যিকার অর্থেই ‘সবার বাংলাদেশ’।”

Scroll to Top