সম্প্রতি গতকাল রাতে সন্দেহ করা সেই বিমানটি জরুরি অবতরণ করানো হয় ঢাকায়। দীর্ঘ তল্লাশির চলেছে রাত ভর। আতঙ্ক বিরাজ করছিল সারা বিমানবন্দর জুড়ে। অবশেষে তল্লাশি শেষে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা সেই বিমানে কিছুই পাওয়া যায়নি বলে জানা গেছে।
বোমা আতঙ্কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ১৯৬ ফ্লাইটে তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। বুধবার রাত আনুমানিক নয়টায় মালয়েশিয়ার ওই ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ছেড়ে আসে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। এর পরপরই নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি শুরু করে।’ জানা গেছে, উড়োজাহাজটি অবতরণের পর সেটিকে নিরাপদ স্থানে নিয়ে তল্লাশি চালানো হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল এই তল্লাশি অভিযান চালায়। তবে এতে কোনো কিছু পাওয়া যায়নি। বিমান থেকে সকল যাত্রীকে নামিয়ে আনা হয়েছে। এখন তাদের লাগেজ তল্লাশির কাজ চালাচ্ছে বোম্ব স্কোয়াড।
একের পর এক আতংক যেন পিছু ছাড়ছে না। নিরাপত্তা যোরদার করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যে কোনো প্রতিকূল পরিবেশকে যাতে প্রতিহত করা সম্ভব হয় সেজন্য বিমানবন্দর এলাকায় সতর্ক করে দেওয়া হয়েছে সকল প্রতিরক্ষা বাহিনীকে। বোমা নিষ্ক্রিয়করণ দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদেরকে সক্রিয়ভাবে রাখা হয়েছে বিমানবন্দরে।