বিভিন্ন সময়ে বিমানে যান্ত্রিক ত্রুটির ফলে বেশ বিপাকে পড়তে হয় পাইলটসহ বিমানে অবস্থানরত সকল যাত্রীদের। এমনকি এর ফলে কখনো কখনো ঘটে থাকে নানা দুর্ঘটনাও। তবে আবারও কখনো পাইলটের বুদ্ধিমত্তায়ও এ দুর্ঘটনা থেকে রক্ষা পেতেও দেখা গেছে। আর এরই ধারাবাহিকতায় এবার এমনই একটি ঘটনা ঘটেছে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সাথে.
জানা গেছে, ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় জরুরি অবতরণ করানো হয় এ ফ্লাইটটি। বিমানের গিয়ার কাজ না করায় পাইলটের দক্ষতায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর বিমানটি অবতরণ করে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে ৫০ মিনিট বিলম্বে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিমানবন্দর সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকা থেকে ঐ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। কিন্তু গন্তব্যে পৌছানোর আগেই বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা যায়। চট্টগ্রামে অবতরণের আগে ফ্লাইটটি আকাশে বারবার চক্কর কাটতে দেখা যায়। ফ্লাইটটিতে ৪২ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ার পরই যত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি জরুরী অতরণ করতে সক্ষম হয়।