২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে, এসব কর্মকর্তাকে ওএসডি করার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
জানা গেছে, ওএসডি হওয়া কর্মকর্তারা যুগ্ম সচিব পদমর্যাদায় বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো বরাবরই অভিযোগ করে আসছে যে, পুলিশ ও প্রশাসনের সহায়তায় ভোটগ্রহণের আগের রাতে ব্যালট ভর্তি করা হয়েছিল। সে সময় প্রশাসনের ভূমিকা নিয়ে গণমাধ্যমেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা নির্বাচনকে বিতর্কিত করে তোলে।