‘মধ্যরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত’

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আইন-শৃঙ্খলা বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের ওপর আকস্মিক গুলি চালায়। আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Scroll to Top