আ. লীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল (৪৮) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মো. আবু হানিফ (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নান্দাইল পৌর সদরের নিজ বাসা থেকে হাসান মাহমুদ জুয়েলকে এবং বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের বাউন্ডারি রোডের নিজ বাসা থেকে আবু হানিফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নান্দাইল উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখম করার মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে হাসান মাহমুদ জুয়েলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ডেভিল হান্ট অভিযানে অংশ নিয়ে ঈশ্বরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান আবু হানিফকে আটক করা হয়েছে।

নান্দাইল মডেল থানার ওসি ফরিদ আহমেদ জানান, হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হিসেবে হাসান মাহমুদ জুয়েল পুলিশের নজরদারিতে ছিলেন। এছাড়া, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ আবু হানিফকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের পর আজ শুক্রবার উভয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

Scroll to Top