ট্রাম্পের মন্তব্যে ৩০ সেকেন্ডেই ভেস্তে গেল ভারতীয় গণমাধ্যমের ছয় মাস ধরে করা ষড়যন্ত্র

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সম্প্রতি তাঁর ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, কিভাবে ভারতীয় গণমাধ্যমের ছয় মাস ধরে চালানো প্রচারণা মাত্র ৩০ সেকেন্ডেই ভেস্তে গেল!

তিনি লিখেছেন, “গত ছয় মাস ধরে ভারতীয় গণমাধ্যম, যা দেশটির সরকারের প্রত্যক্ষ সমর্থন পাচ্ছিল, শেখ হাসিনার সরকার পতনের বিষয়ে এক বিশেষ বর্ণনা ছড়িয়ে দিচ্ছিল। তারা দাবি করছিল, বাংলাদেশে ইসলামী মৌলবাদীরা ক্ষমতা গ্রহণ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চালাচ্ছে। এমনকি, এর পেছনে সিআইএ ও আইএসআই-এর হাত রয়েছে, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত হিন্দুদের রক্ষায় পদক্ষেপ নেওয়া।”

জুলকারনাইন সায়ের আরও বলেন, “এই ভ্রান্ত প্রচারণা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে, তা একপর্যায়ে অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল। বিশেষত, দীপাবলির দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে করা একটি টুইট এবং তাঁর প্রশাসনের সাবেক কর্মকর্তা মাইক বেনজের ইউএসএআইডি’র অর্থায়ন সংক্রান্ত মন্তব্য বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছিল। কিন্তু আজ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ট্রাম্প নিজেই পুরো ষড়যন্ত্র তত্ত্বকে ভেঙে দিয়েছেন, যা ভারতের জন্য বড় এক ধাক্কা।”

এক ভারতীয় সাংবাদিক যখন ট্রাম্পের কাছে জানতে চান, বাইডেন প্রশাসনের সময়ে বাংলাদেশে সরকার পরিবর্তনে মার্কিন গভীর রাষ্ট্রের কোনো ভূমিকা ছিল কিনা, তখন ট্রাম্প সহজভাবে বিষয়টি উড়িয়ে দেন। তিনি বরং ইঙ্গিত দেন যে, ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে আনতে চাচ্ছে। এরপর তিনি কৌশলে প্রশ্নটি নরেন্দ্র মোদির দিকে সরিয়ে দেন, যা মোদিকে হতভম্ব করে তোলে এবং দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করতে বাধ্য করে।

জুলকারনাইন সায়ের খান তাঁর পোস্টে বলেন, ভারতীয় গণমাধ্যমের এই প্রচারণার ওপর এটি এক বড় আঘাত, কারণ সত্যকে কখনোই দীর্ঘদিন লুকিয়ে রাখা সম্ভব নয়। শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা।”

Scroll to Top