বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার বাসায় ছাত্রশিবির ও সমন্বয়কদের হামলার দাবিতে প্রচারিত একটি ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়, যে ভিডিওটি ছড়ানো হচ্ছে, সেটি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। এটি মূলত গত বছরের আগস্টে আওয়ামী লীগের শাসনামলে রুমিন ফারহানার বাসায় হামলার একটি ভিডিও, যা এখন নতুন করে ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে এতে গণমাধ্যম চ্যানেল২৪-এর লোগো রয়েছে। পরবর্তীতে চ্যানেল২৪-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট প্রকাশিত ‘রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ’ শিরোনামের ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া গেছে।
রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিডিওতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে বলেছেন, ‘তারা ইতোমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে।’ তার বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, তিনি মূলত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দিকেই ইঙ্গিত করেছেন। এছাড়া, ৩ আগস্ট রাতে একদল যুবক লাঠি হাতে তার বাসার সামনে গিয়ে গালিগালাজ ও ভাঙচুর চালায় বলেও তিনি অভিযোগ করেছিলেন।
এছাড়া, রুমিন ফারহানা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ ঘটনার একটি প্রতিবেদন ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারের পর তা শেয়ার করেছিলেন।
রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয় এবং এতে ছাত্রশিবির বা সমন্বয়কদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই। ফলে, এই পুরোনো ভিডিওকে সাম্প্রতিক বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা বিভ্রান্তিকর।