আরটিভির চেয়ারম্যান মোর্শেদ আলমের মেয়ের জামাইকে ছাত্র হত্যা মামলায় আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ, এমন তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
ইলিয়াস হোসেন দাবি করেন, আটক ব্যক্তিকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর চেষ্টা চলছে। তিনি বলেন, “আরটিভির কিছু সাংবাদিক এবং একজন সমন্বয়কের তদবিরে তাকে ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর পাঁয়তারা করা হচ্ছে।”
এ প্রসঙ্গে নিউমার্কেট থানার ওসিকে সতর্ক করে তিনি বলেন, “ওসি সাহেব সাবধান, খবর আমাদের কাছে পৌঁছেছে।”