মুসলিম কয়েদীদের সাথে অমানবিক আচরণ ও আ’লীগের বন্দীদেরকে ভিআইপি সুযোগ সুবিধা দিচ্ছেন রত্না রায়

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মুসলিম বন্দিদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, কারাগারের এক কর্মকর্তা রত্না রায় দাড়ি ও টুপি পরা কয়েদিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছেন। অন্যদিকে, আওয়ামী লীগের বন্দিদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ইলিয়াস হোসাইন আরও বলেন, “রত্না রায় মুসলমান কয়েদিদের প্রতি চরম অন্যায় আচরণ করছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, বিশেষ করে ধর্মীয় চিহ্নধারী কয়েদিদের সঙ্গে সে বৈষম্যমূলক ব্যবহার করে,অন্যদিকে আওয়ামী লীগের বন্দিদেরকে ভিআইপি সুযোগ সুবিধা দিচ্ছে৷ তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্তের দাবি করছি।।”

তিনি দাবি করেন, এর আগেও একই কারণে তাকে অন্য কারাগারে বদলি করা হয়েছিল এবং ভবিষ্যতেও যে কারাগারেই দায়িত্ব পালন করবেন, সেখানে মুসলিম বন্দিদের ওপর নির্যাতন চালাতে পারেন।

এছাড়া, একাধিক সূত্রের বরাত দিয়ে ইলিয়াস হোসাইন অভিযোগ করেন, রত্না রায় প্রতিদিন সরকারি গাড়িতে করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে বাসায় ফেরেন। তিনি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সূত্রঃ https://www.facebook.com/share/p/187WWoKGJw/

Scroll to Top