অবশেষে দেশে আসছেন পিনাকী-ইলিয়াস

বিদেশে অবস্থান করে দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন এবং রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য অবশেষে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে দেশে ফেরার ঘোষণা দেন। পোস্টে তিনি ২০১৩-১৪ সালের রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে লেখেন, সে সময় বিএনপি-জামায়াত কার্যত নিষিদ্ধ হওয়ার উপক্রম হয়েছিল। যৌথ অভিযানের নামে সারাদেশে চিরুনি অভিযান চালিয়ে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হতো, আর এসব হত্যাকাণ্ডের বিচার হয়নি।

সেই সময়ের হরতাল ও অবরোধের পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি সড়কের মোড়ে সশস্ত্র মহড়া চলত, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পিকেটারদের পিটিয়ে হত্যা করত। তারপরও বিএনপি-জামায়াতের সমর্থকরা ঝটিকা মিছিল ও পিকেটিং করত, যেখানে আওয়ামী লীগের নেতারা পুলিশি পাহারায় দাঁড়িয়ে ‘খেলা হবে’ বলে হুমকি দিত।

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির ঘটনায় আওয়ামী লীগের নিরব ভূমিকার সমালোচনা করে ইলিয়াস লেখেন, “সাধারণ মানুষ সেই বাড়িকে মাটির সাথে মিশিয়ে দিলেও আওয়ামী লীগের কোনো অঙ্গসংগঠন শহরে ছোট মিছিল করতেও সাহস করেনি। অথচ তারা এখন সাহস দেখানোর কথা বলছে।”

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে যাদের হুমকি দিচ্ছেন, তাদের তালিকা তৈরি করছেন। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার অধ্যায় শেষ হয়ে গেছে।

সবশেষে ইলিয়াস হোসাইন ঘোষণা দেন, “আমরা সবাই দেশে আসার প্রস্তুতি নিচ্ছি।” যদিও কারা দেশে ফিরছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, ইলিয়াস হোসাইন ও পিনাকী ভট্টাচার্যসহ আরও কয়েকজন প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক শিগগিরই দেশে ফিরতে পারেন।

Scroll to Top