ধানমন্ডির ৩২ নম্বরের বেজমেন্ট থেকে উদ্ধার, স্কুল ড্রেস, জুতা, হাঁড় ইত্যাদি( ভিডিওসহ)

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নতুন ভবনের বেজমেন্ট ঘিরে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হচ্ছে, সেখানে ‘আয়নাঘর’ নামে কোনো গোপন স্থাপনা থাকতে পারে। এসব দাবির প্রেক্ষিতে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

ফায়ার সার্ভিস বেজমেন্টে জমে থাকা পানি নিষ্কাশনের কাজ শুরু করেছে, যাতে নিচে কোনো গোপন কক্ষ বা নির্মাণ রয়েছে কিনা, তা স্পষ্ট হয়। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে কয়েকটি পানিনিষ্কাশন মেশিন স্থাপন করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, “আমাদের কাছে সাধারণ মানুষ ওই বেজমেন্টের পানি নিষ্কাশনের অনুরোধ জানান। পরে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। পানি নিষ্কাশনের পর ভেতরে কী রয়েছে, তা যাচাই করা হবে।”

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয়। তারা পাশের নির্মাণাধীন ভবনের বেজমেন্টে প্রবেশ করে এবং সেখানে বেশ কয়েকটি তলা দেখতে পায়। দুই তলা পর্যন্ত নামার পর নিচে পানি দেখে অনুমান করা হয়, আরও তলা থাকতে পারে।

অনেকের ধারণা, শেখ হাসিনার বিশ্বস্ত প্রশাসনের ‘আয়নাঘর’ ধারণার বাইরে দলীয় নেতাকর্মীদের জন্য এই নতুন বেজমেন্ট নির্মাণ করা হয়েছে। তদন্ত শেষে প্রশাসনই এই রহস্য উন্মোচন করবে।

Scroll to Top