শহীদ জিয়াকে দেশের পিতা বলতে হবে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে এ সমাবেশ হয়।

উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আল সজল আলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার মো. লিটনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়াউর রহমান দিয়েছেন এবং তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। দেশের পিতা যদি কাউকে বলতে হয়, তাহলে অবশ্যই শহীদ জিয়াউর রহমানকে বলতে হবে।”

ছাইফুল ইসলাম আরও বলেন, “শেখ মুজিবুর রহমান তখন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং শেখ মুজিবুর রহমানকে মুক্ত করেছেন।”

তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন, উল্লেখ করেন, “আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।”

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আ. হক ফরাজী। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন লাল্টুসহ দলীয় নেতাকর্মীরা।

Scroll to Top